আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজনীতি ‘মধ্যরাতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়’ ভিডিও প্রচার, ছাত্রলীগ কর্মী গ্রেফতার

‘মধ্যরাতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়’ ভিডিও প্রচার, ছাত্রলীগ কর্মী গ্রেফতার

by Prokash Kal
১৯১ views

নিজস্ব প্রতিবেদক:
নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. সাইফুল ইসলাম (৩১) নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার পূর্ব ছাতারপাইয়া গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রলীগের কর্মী।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্যের ভিত্তিতে নোয়াখালী জেলার সেনবাগ থানা পুলিশ আসামিকে গ্রেফতার করে।

আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন শুক্রবার সন্ধ্যায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নোয়াখালী জেলার সেনবাগ থানার গাবতলী এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ২৯ আগস্ট কয়েকটি ফেসবুক পেজ থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে ‘মধ্যরাতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়’ শিরোনামে বর্তমান সরকারের বিরুদ্ধে একটি ভুয়া ও মিথ্যা ভিডিও ছড়িয়ে পড়ে। এতে করে সাধারণ জনগণসহ সারা দেশের ছাত্রদের মধ্যে ভীতির সঞ্চার ও উত্তেজনা বিরাজ করে। এ ছাড়াও দেশের সার্বভৌমত্ব বিপন্নসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সম্ভবনা দেখা দেয়। বিষয়টি আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের নজরে আসলে তিনি আরএমপির সাইবার ক্রাইম ইউনিটকে এর সত্যতা যাচাই করার জন্য নির্দেশনা প্রদান করেন। আরএমপির সাইবার ক্রাইম ইউনিট ছড়িয়ে পড়া ভিডিওগুলো পর্যালোচনা করে দেখেন যে, ভিডিওগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলেও তা এ সময়ের নয়। পুরোনো মিছিলে নতুন করে কণ্ঠ লাগানো হয়েছে এবং নোয়াখালী জেলার সেনবাগ থানা এলাকা থেকে ভুয়া ও মিথ্যা ভিডিও ছড়ানো হয়েছে। পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহপূর্বক আরএমপির সাইবার ক্রাইম ইউনিট নোয়াখালী জেলার সেনবাগ থানায় প্রেরণ করে। এ তথ্যের ভিত্তিতে নোয়াখালী জেলার সেনবাগ থানা পুলিশের একটি টিম আসামিকে গ্রেফতার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি জানায়, সে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নোয়াখালী জেলার ছাতারপাইয়া ইউনিটের এক কর্মী ও সমর্থক। আসামি গত ৫ আগস্ট থেকে তার নিজস্ব ফেসবুক পেজসহ আরও বিভিন্ন ফেসবুক পেজ খুলে ইচ্ছাকৃতভাবে রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্নের উদ্দেশ্যে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচার করে আসছে।

আরএমপি মুখপাত্র সাবিনা ইয়াসমিন আরও জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে নোয়াখালী জেলার সেনবাগ থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত