আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home জাতীয় মন্ত্রণালয়ের সংখ্যা কমানোর পরামর্শ দিয়েছে সংস্কার কমিশন

মন্ত্রণালয়ের সংখ্যা কমানোর পরামর্শ দিয়েছে সংস্কার কমিশন

by Prokash Kal
১৪২ views

প্রকাশকাল ডেস্ক:
সুশাসন নিশ্চিত করতে মন্ত্রণালয়ের সংখ্যা ৪০ থেকে ২৫ এ নামিয়ে আনার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন (পিএআরসি)।

‘বর্তমানে ৪৩টি মন্ত্রণালয় এবং ৬১টি বিভাগ রয়েছে। যৌক্তিক রদবদলের পর এ সংখ্যা ২৫ এবং ৪০ কমিয়ে আনার সুপারিশ করা হয়েছে।’

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের চেয়ারম্যান আবদুল মুয়ীদ চৌধুরী আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করেন।

প্রতিবেদনে মন্ত্রণালয়গুলোকে বিধিবদ্ধ প্রশাসন নামে পাঁচটি অনুরূপ ক্লাস্টারে শ্রেণীবদ্ধ করার সুপারিশ করেছে- অর্থ, শিল্প ও বাণিজ্য; ভৌত অবকাঠামো এবং যোগাযোগ; কৃষি এবং পরিবেশ; এবং মানব সম্পদ এবং সামাজিক উন্নয়ন।

জনবান্ধব, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন গড়ার লক্ষ্যে সরকার গত ৩ অক্টোবর পিএআরসি গঠন করে।

কমিশনের মতে, তারা স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী বাস্তবায়ন পরিকল্পনার আওতায় প্রশাসনকে আরও কার্যকর করতে চার থেকে ছয়টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

কাজ শুরুর পর থেকে, কমিশন ৪৯টি সভা করেছে এবং ২০০ টিরও বেশি সুপারিশকে অন্তর্ভুক্ত করে ১৭টি অধ্যায়ের প্রতিবেদন নিয়ে এসেছে।

কমিশন ১৩টি বিভিন্ন রাজনৈতিক দলকে চিঠি পাঠিয়ে তাদের কাছ থেকে প্রশাসনের রদবদল করতে পরামর্শ চেয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমরা বাংলাদেশ পার্টি এবং ন্যাশনাল পিপলস পার্টি তাদের পরামর্শ লিখিতভাবে পেশ করেছে।

কমিশন সারা দেশের আটটি জেলা ও পাঁচটি উপজেলা পরিদর্শন করে তৃণমূল ও মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত