আজ- মঙ্গলবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহীতে অনিক স্টিল ফার্নিচারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

রাজশাহীতে অনিক স্টিল ফার্নিচারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

by Prokash Kal
৯৪ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর কাদিরগঞ্জ এলাকার ‘অনিক স্টিল ফার্নিচার’ নামক একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ পেশ করেন মুমিত হাসান ।

অভিযোগ সূত্রে জানা যায়, মুমিত হাসান (ব্রাইট) গত ১০ জানুয়ারি ২০২১ সালে প্রতিষ্ঠানটি থেকে ৯,৭০০ টাকায় একটি বড় সাইজের মালয়েশিয়ান প্রসেস কাঠের ড্রেসিং টেবিল ক্রয় করেন। ক্যাশ মেমোতে উল্লেখ ছিল ১০ বছরের গ্যারান্টি ও ফ্রি হোম সার্ভিসের প্রতিশ্রুতি। কিন্তু ২০২৫ সালের ১৬ জানুয়ারি ড্রেসিং টেবিলটি পোকায় আক্রান্ত হয়ে যায়।

মুমিত হাসান একাধিকবার দোকানে যোগাযোগ করলেও শুরুতে কর্মচারীরা বলেন, মালিক ছাড়া এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। পরবর্তীতে মালিক মোঃ আসলাম ও তার ছেলে অনিক বলেন, তিনি ও তার দোকানের ম্যানেজাররা শুধুমাত্র বিক্রির উদ্দেশ্যে গ্যারান্টি উল্লেখ করেন, বাস্তবে কোনো গ্যারান্টি প্রদান করেন না।

এরপর সাময়িক পরিস্থিতি সামাল দিতে মালিক পক্ষ একটি ভ্যান চালক পাঠিয়ে ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মুমিত হাসানের বাসা উপশহর থেকে ড্রেসিং টেবিলটি নিয়ে যায়। কিন্তু এরপর থেকে মোঃ আসলাম আর ফোন রিসিভ করেননি এবং এখনো ফার্নিচারটি ফেরত দেননি। দোকানে গিয়েও মালিকের দেখা পাওয়া যায়নি। কর্মচারীরা জানান, তিনি দোকানে খুব কমই আসেন।

এ বিষয়ে রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (মেট্রো) ফজলে এলাহী জানান , অভিযোগটি পর্যবেক্ষন করছি এবং খুব দ্রুতই নোটিশের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহন করবো।

ভুক্তভোগী মুমিত হাসান বলেন, “আমি বিশ্বাস করে এই প্রতিষ্ঠানের কাছ থেকে গ্যারান্টিযুক্ত ফার্নিচার কিনেছিলাম। এখন তারা মুখ ফিরিয়ে নিয়েছে। আমি চাই, প্রশাসন এই প্রতারণার বিরুদ্ধে ব্যবস্থা নিক এবং সাধারণ মানুষ যেন এভাবে প্রতারিত না হয়।” এ ঘটনায় ভোক্তাদের সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত