
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর কাটাখালী থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আবুল কালাম আজাদ (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বেলঘরিয়া পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার আবুল কালাম কাটাখালী থানার মৃত আঃ সাত্তারের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজাদের মোটরসাইকেলের সিটের নিচে এয়ার ফিল্টারের ভেতর লুকানো অবস্থায় ১২০৫ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজাদ স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে ঢাকা থেকে ইয়াবা ও ফেন্সিডিল এনে রাজশাহীতে পাইকারি বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে কাটাখালী থানায় মাদক আইনে মামলা হয়েছে।