
শামীম হোসাইন, বাগমারা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা ও মহানগর কর্মী সম্মেলন উপলক্ষে বাগমারায় প্রস্তুতি সভা ও প্রচারনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে তিন টায় মচমইল বাজারে এই প্রস্তুতিমূলক সভা ও প্রচারনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভা ও প্রচারনা উপলক্ষে বাগমারার শুভডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মচমইল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মারকাজ মসজিদের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
প্রস্তুতি ও প্রচারনা সভায় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর আমির কামরুজ্জামান হারুন। পথসভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন-বাগমারা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অধ্যাপক আইনুল হক, তিনি বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের কাছে রাজশাহীর কর্মী সভা সফল করার জন্য সার্বিক সহযোগিতার প্রত্যাশা করেন।
পাশাপাশি তিনি আরও বলেন, জুলাই-আগস্টের ফ্যাসিস্ট সরকারের পতনের পর যারা এখনো বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে পরিবর্তন এসেছে সবাইকে পরিবর্তন হতে হবে কোন চাঁদাবাজের জায়গা এ দেশে হবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।
এসময় আরও উপস্থিত ছিলেন শুভডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি জনাব মোঃ শাহার আলী, আউচপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আল-আমিন হোসেনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মী সমর্থকরা।