আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহীতে টিসিবির কার্ড নিয়ে বিএনপির দুপক্ষে সংঘর্ষে আহত ৫

রাজশাহীতে টিসিবির কার্ড নিয়ে বিএনপির দুপক্ষে সংঘর্ষে আহত ৫

by Prokash Kal
১০০ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পুঠিয়ায় টিসিবির কার্ড নিয়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে একপক্ষ রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা আটকা পড়ে শত শত গাড়ি। পরে সেনা সদস্যরা এসে অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, পুঠিয়া উপজেলা বিএনপির নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মার সমর্থক ইউপি সদস্য রফিকুল ইসলামে কাছে টিসিবি কার্ডের ভাগ চান উপজেলা বিএনপির সদস্য সচিব এন্তাজুল হক বাবুর সমর্থক যুবদল নেতা মিঠুন। এর জের ধরে গতকাল রফিক মেম্বারের সঙ্গে মিঠুনের মারামারি হয়। এতে রফিক মেম্বার, মিঠুন, আহসানসহ পাঁচজন আহত হন। স্থানীয়রা রফিক ও মিঠুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এদিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জুম্মার সমর্থকরা। শুরু হয় দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় রফিক মেম্বারের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তাঁর সমর্থকরা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে উভয় পাশে দুই কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়। পুলিশ ব্যর্থ হওয়ায় সেনা সদস্যরা এলে অবরোধকারীরা সড়ক ছেড়ে দেন।

বিএনপি নেতা জুম্মা বলেন, ‘তারা রফিক মেম্বারকে মারধর করেছে। আওয়ামী লীগ আমলে এক জ্বালা ছিল। এখন অনেক জ্বালা। এরা চাঁদাবাজি করবে, মাদক ব্যবসা করবে– কিছুই বলা যাবে না। রফিক মেম্বার মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। আইসিইউতে রেখে আসলাম।’ পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এন্তাজুল হক বাবু বলেন, দুপক্ষই আমাদের শুভাকাঙ্ক্ষী ও সমর্থক। বিষয়টি আমরা সমাধানের চেষ্টা করছি। পুঠিয়া থানার ওসি কবীর হোসেন জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত