১৫১


নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরী’র চন্দ্রিমা থানার কড়ইতলা এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ট্যাপেন্টোডল ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার মো: হাইয়ুল রশিদ ওরফে রিংকু (২৫) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ভদ্রা জামালপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
সোমবার (৯ জুন) বিকাল সাড়ে ৫ টায় চন্দ্রিমা থানার কড়ইতলা এলাকায় অভিযান পরিচালনা করে হাইয়ুল রশিদকে ২০০ ট্যাপেন্টোডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করার পর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।