৩৪৫


নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ট্যাবলেট বিক্রয়ের নগদ ৫ হাজার আশি টাকাসহ ১ জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামি মো: আল-আমিন ওরফে রবিন (২৮) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়ার আলমগীরের ছেলে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সোয়া ৯ টায় শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রবিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।