
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশের ন্যায় রাজশাহীতে পালন করা হয়েছে জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী। শনিবার (৩০ নভেম্বর) বেলা ১২ টায় রাজশাহী ব্যুরো অফিসে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান পালিত হয়।
ব্যুরো প্রধান সাংবাদিক ফারুক আহমেদের সভাপতিত্বে ও সাংবাদিক তোফায়েল আহমেদের সঞ্চালনায় আলোচনা সভা, কেক কাটা ও দোয়ার আয়জন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হারুন অর রশিদ, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পী মো: আলী আশরাফ মাসুম, আইনজীবী রাজশাহী মহানগর ও দায়রা জর্জ আদালত পাবলিক প্রসিকিউটর , বিশিষ্ট সাংবাদিক সুজাউদ্দিন ছোটন ( স্টাফ রিপোর্টার এটিএন বাংলা) , মো: সাহারিয়ার অন্তু ( মাই টিভি ) , রাজশাহী ব্যুরো সিনিয়র সাংবাদিক জাহিদ হাসান, প্রভাষক আতিকুল ইসলাম আতিক ( শাহ মখদুম কলেজ রাজশাহী) , বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হোসেন, সাংবাদিক আলামিন ( দৈনিক বাংলাদেশ সমাচার ব্যুরো প্রধান ) , অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি ফয়সাল হোসেন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রনি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার রাজশাহীতে কর্মরত সাংবাদিক বৃন্দের সহযোগিতায় ফটো সাংবাদিক আনোয়ারুল আরিক, এটিএন বাংলা ক্যামেরাম্যান মুরাদ ও প্রকাশকালের বার্তা সম্পাদক সাহিদ হাসান , ডক্টর প্রফেসর হারুনুর রশিদ ও পিপি আলী আশরাফ মাসুম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে দৈনিক বাংলাদেশের আলোর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
শুভেচ্ছা বক্তব্যে সাংবাদিক ফারুক আহমেদ সারা বাংলাদেশের পাঠক ও বিজ্ঞাপন দাতাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন ও পত্রিকার সম্পাদক সহ সকল সহকর্মীর জন্য দোয়া ও মোনাজাত করা হয় ।