
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা পাইলিং মালিক এসোসিয়েশনের উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় নগরীর সাগরপাড়া এলাকায় পালকি কমিউনিটি সেন্টারের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের রাজশাহী জেলা আহ্বায়ক মো. শরিফুল ইসলাম সুজন এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক অকিউল ইসলাম পরশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক আবুল বাশার,যুগ্ন আহবায়ক বিপ্লব আলী,কোষাধ্যক্ষ আবু হান্নান হিরা,সদস্য মো: জিল্লুর রহমান,আরমান আলী,মো: শহিদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রাজশাহীর পাইলিং ব্যবসায়ীদের অধিকার ও উন্নয়নের লক্ষ্যে সবাইকে এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি। ব্যবসায়ীদের সমস্যা ও প্রতিবন্ধকতা নিরসনে নিয়মিত আলোচনা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাধানের চেষ্টা চালানো হবে।
তারা আরও বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সেবার মান বৃদ্ধি করাসহ সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পেশাগত ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমিতির কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
সভায় উপস্থিত ব্যবসায়ীরা সংগঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনা, কাঠামো এবং সদস্যদের কল্যাণে নেওয়া বিভিন্ন প্রস্তাব নিয়ে উন্মুক্ত আলোচনা করেন।
উল্লেখ্য, পাইলিং মালিক এসোসিয়েশন রাজশাহী জেলায় নির্মাণ খাতের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করছে। নির্মাণ ব্যবসায়ীদের সংগঠিত করে একটি সুশৃঙ্খল কাঠামো গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের সভা নিয়মিত আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।