
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর সাগড়পাড়া বড় পুকুর থেকে সঞ্জিত কুমার দাস ওরফে ঘনা ঘোষ (৪২) নামে এক যুবকের ভাসমান মরদের উদ্ধার করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) দুপুর ১২ টার দিকে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
সঞ্জিত কুমার দাস ওরফে ঘনা ঘোষ সাগরপাড়া এলাকায় ভাড়া বাড়ীতে বসবাস করতেন। সে ওই এলাকার মৃত কালিপদ দাসের ছেলে। তার দুই মেয়ে আছে। বড় মেয়ের নাম বাবলী দাস। সে এবার এসএসসি পরীক্ষার্থী। ছোট মেয়ে তন্নী দাস। সে প্রথম শ্রেণীর ছাত্রী।
পারিবারিক সূত্র জানা যায়, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে সঞ্জিত কুমার দাস ওরফে ঘনা ঘোষ অন্যান্য দিনের মতই সারাদিন দুধ দহনের কাজকর্ম সেরে এসে রাতে পুকুরে ঘোসল করতে যায়। তার স্ত্রী সন্তানরা কালিপূজা উপলক্ষে মায়ের বাড়ীতে বেড়াতে যান। তার মা বাড়ীতে একা ছিলো। সে গোসলে গিয়ে আর ফিরে না আসায় পরিবারের লোকজনকে জানায়। তারা পরদিন কর্ম এলাকাসহ আত্নীয়-স্বজনদের বাসায় খোঁজ করেও সন্ধান পাননি।
শনিবার সকালে সাগড়পাড়া এলাকায় বড় পুকুর পাড়ে স্থানীয়রা বাসিন্দারা মরদেহ দেখতে পেলে জানাজানি হয়। এই সময় আশেপাশেল লোকজন মরদেহ দেখার জন্য ভীড় জমায়। পরে তার পরিবারের লোকজন মারদেহ দেখে চিনতে পারে। পরে বোয়ালিয়া মডেল থানা পুলিশকে খবর দিলে পুকুর হতে তার মরদেহ পুকুর হতে উদ্ধার করে নিয়ে যায়। এই সময় তার পড়নে ফুলপ্যান্ট, শরীরে জামা ও মাজায় গামছা বাঁধা ছিলো।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, কী কারণে মৃত্যু হয়েছে সঞ্জিতের তা নিশ্চিত হওয়া যায়নি।তবে ময়নাতদন্তের পর বিষয়টি পরিস্কার হওয়া যাবে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।