আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home খেলা রাজশাহীতে বিকেএসপির ভর্তি পরীক্ষা ২১ ডিসেম্বর

রাজশাহীতে বিকেএসপির ভর্তি পরীক্ষা ২১ ডিসেম্বর

by Prokash Kal
২৩৪ views

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)তে ২০২৫ শিক্ষাবর্ষে রাজশাহী বিভাগের ভর্তি পরীক্ষা আগামী ২১ ডিসেম্বর শনিবার। ভর্তি ইচ্ছুকদের রেজিস্ট্রেশনের জন্য  bkspds.gov.bd  অনলাইনে আবেদন ফরম পুরণ করতে হবে।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) তে ক্রীড়া মেধা সম্পন্ন খেলোয়াড়দের সাধারণ শিক্ষাসহ ক্রীড়া ক্ষেত্রে দীর্ঘ মেয়াদী বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে ২০২৫ শিক্ষাবর্ষে নিয়মিত প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে। সম্ভাবনাময় খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, প্রাথমিক মাধ্যমিক ও উচ্চতর পর্যায়ে পরিকল্পিত বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্যে বিকেএসপি প্রতিষ্ঠা লাভ করে।  ক্রীড়া ও শিক্ষা সমন্বয়ে ক্যাডেট ভিত্তিক এ প্রতিষ্ঠানটি দেশ সেরা ক্রীড়াবিদ ও উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখছে।

বিকেএসপি রাজশাহী আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত উপ-পরিচালক জান্নাত রেহানা ফেরদৌসি জানান, রাজশাহী বিভাগের ভর্তির জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করে ২১ ডিসেম্বর বিকেএসপি রাজশাহী আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। রাজশাহীতে ২১টি খেলার শিক্ষার্থীদের সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত প্রাথমিক নির্বাচনী পরীক্ষা গ্রহণ করা হবে। রাজশাহী বিভাগের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিকেএসপি রাজশাহী আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সিটিহাট অভয়ের মোড় রাজশাহীতে  সকলকে আগামী ২১ ডিসেম্বর উপস্থিত হতে হবে। ক্রিকেট, ফুটবল, এ্যাথলেটিক্স, আর্চারি, সাঁতার ও ডাইভিং, কারাতে, কাবাডি, বক্সিং, জুডো, উশু, জিমন্যাস্টিক্স,বাস্কেটবল, টেনিস, হকি, ভলিবল, তায়কোয়ানডো, শুটিং, টেবিল টেনিস, স্কোয়াশ, ভারোত্তোলন, ব্যাডমিন্টন এই ২১টি ক্রীড়া বিভাগে ভর্তির জন্য রাজশাহী বিভাগের সকল জেলা ও উপজেলার আগ্রহী ভর্তি ইচ্ছুকদের আবেদন গ্রহণ করা হবে। রাজশাহী বিভাগের সকল জেলা ও উপজেলার আগ্রহী ভর্তি ইচ্ছুকগণ আবেদন করতে পারবে। ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিকেএসপির ওয়েবসাইট নশংঢ়.মড়া.নফ  রয়েছে। রাজশাহী বিভাগের ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ০১৭৪৪২৭৮৯৩৭এই নম্বরে যোগাযোগ করতে জানানো হয়েছে।

বিকেএসপির ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে,  অনলাইনে আবেদনের মাধ্যমে সকল ভর্তিচ্ছু প্রার্থীকে ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখের পুর্বে প্রতি ক্রীড়া বিভাগের জন্য ২০০/- টাকা হারে অনলাইনে ফি পরিশোধ সাপেক্ষে আবেদন সম্পন্ন করে প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে। বিশেষ ক্রীড়া মেধা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বয়স, শ্রেণি ও উচ্চতা শিথিলযোগ্য রাখা হবে। প্রাথমিক নির্বাচনের সময় ডাক্তারি ও শারীরিক যোগ্যতার পরীক্ষা গ্রহণ করা হবে। প্রাথমিক নির্বাচনের দিন স্ব-স্ব খেলা অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। এজন্য সবাইকে স্ব-স্ব খেলা অনুযায়ী ক্রীড়া সরঞ্জামাদি ও পোশাকাদি সাথে আনতে হবে। একাধিক ক্রীড়া বিভাগের পরীক্ষা দেয়ার জন্য একই সাথে একাধিক গেম সিলেক্ট করতে হবে।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিয়ে তিন-সাত দিনের প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করা হবে, যার ফলাফল বিকেএসপি’র ওয়েব সাইটে bkspds.gov.bd   প্রকাশ করা হবে। প্রশিক্ষনার্থীকে ক্যাম্পে যোগদানের দিনে ২ কপি রঙ্গিন ছবি, জন্ম নিবন্ধন, পিইসি, জেএসসি/জেডিসি সনদের সত্যায়িত কপি আনতে হবে। প্রশিক্ষণ ক্যাম্পে স্ব স্ব ক্রীড়া বিভাগের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। প্রার্থীকে যে শ্রেণিতে ভর্তির লক্ষ্যে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে তার পূর্ববর্তী শ্রেণির সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজী ও গণিত) গ্রহণ করা হবে।

এছাড়াও রংপুর বিভাগে ১৮ ও ১৯ ডিসেম্বর, ময়মনসিংহ বিভাগে ২২ডিসেম্বর, সিলেট বিভাগে ২৪ ডিসেম্বর, চট্টগ্রাম বিভাগে ২৬ ডিসেম্বর, খুলনা বিভাগে ২৮ ডিসেম্বর, বরিশাল বিভাগে ২৯ ডিসেম্বর, ঢাকা বিভাগে ৩০-৩১ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, একজন প্রার্থী একটি ক্রীড়া বিভাগে শুধুমাত্র একবারই নিবন্ধন করতে পারবে। একই ক্রীড়া বিভাগে একাধিকবার নিবন্ধন করলে উক্ত প্রার্থী ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে। কোন প্রার্থী নিজ বিভাগের ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে অন্য কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে। এছাড়া কেন্দ্রে এসে ফি পরিশোধ সাপেক্ষে গেম যুক্ত করতে পারবে। বিশেষ কারণে ভর্তি কার্যক্রমের তারিখ ও সময় পরিবর্তনের ক্ষমতা বিকেএসপি কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত