আজ- মঙ্গলবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহীতে ভাগ্নী’কে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামা আটক

রাজশাহীতে ভাগ্নী’কে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামা আটক

by Prokash Kal
১৩৪ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী পুঠিয়ায় ভাগ্নী’কে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামাকে নাটোর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

সোমবার (১০ মার্চ) দিনগত রাত ১.১৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন ছাতনী এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে শ্লীলতাহানী মামলার আসামি রাজশাহী জেলার পুঠিয়া থানর মোঃ সাইদুল ইসলামের ছেলে মোঃ শিহাব ওরফে সামিউল আলিম শিহাব (২২) কে গ্রেফতার করে।

আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

জানা যায়, আসামী শিহাব (২২) সম্পর্কে ভিকটিমের মামা। আত্মীয়তার সুবাদে আসামী ভিকটিমের বাড়ীতে যাতায়াত করত। গত ২৬ ফেব্রুয়ারি দুপুর অনুমান ২ টায় ভিকটিমের বাড়িতে কেউ না থাকার সুযোগে শিহাব ভিকটিমের ঘরে প্রবেশ করে। ভিকটিম তখন যোহরের নামাজ পড়ছিল। এই সুযোগে ভিকটিমকে পিছন থেকে জাপটে ধরে টানা হেঁচড়া করে শ্লীলতাহানি করে। উক্ত ঘটনা এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে রাজশাহীর পুঠিয়াতে উক্ত আসামী শিহাবকে গ্রেফতারে মানববন্ধন তৈরী করা হয়।

পরবর্তীতে ভিকটিম নিজেই বাদী হয়ে রাজশাহী জেলার পুঠিয়া থানায় শ্লীলতাহানী মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। আজ গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি চৌকস আভিযানিক দল তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে নাটোর জেলার সদর থানাধীন ছাতনী নামক এলাকা হতে শিহাবকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত