আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহীতে ভূয়া সেনা সদস্য পরিচয়ে প্রতারণা ও ধর্ষণের মূলহোতা গ্রেফতার

রাজশাহীতে ভূয়া সেনা সদস্য পরিচয়ে প্রতারণা ও ধর্ষণের মূলহোতা গ্রেফতার

by Prokash Kal
৬৫ views

নিজস্ব প্রতিবেদক:

র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ইং ০২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত্রী -০০.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন বালিয়াপুকুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ভুয়া সেনা সদস্য পরিচয়ে প্রতারণা ও অপহরণ করত: ধর্ষণের মূলহোতা মোঃ শিপন মিয়া (২১), পিতা-মোঃ মুন্নাফ আলী, সাং-গামারিয়া মধ্যপাড়া, থানা-দেওয়ানগঞ্জ, জেলা-জামালপুরকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত সেনাবাহিনীর কাপড়ের তৈরি ব্যাগপ্যাক-০১ টি, সেনাবাহিনীর কাপড়ের তৈরী মানিব্যাগ-০১ টি, এনআইডি কার্ড-০১ টি, বাস টিকিট-০১ টি, মোবাইল ০১ টি উদ্ধার করে।

ঘটনা সূত্রে জানা যায়, ভিকটিম এর সাথে ফেসবুক মেসেঞ্জার এর মাধ্যমে গত মাস খানেক আগে উক্ত আসামি শিপন মিয়া (২১) এর পরিচয় ঘটে। উক্ত আসামী বিভিন্ন ছবি-ভিডিওর মাধ্যমে নিজেকে সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে ভিকটিমকে মিথ্যা প্রেম নিবেদন করে। ভিকটিম উক্ত প্রস্তাবে রাজি হলে গত ৩১-৮-২০২৫ তারিখ সকাল আনুমানিক ০৮.০০ ঘটিকার দিকে ধৃত আসামি ভিকটিমকে রাজশাহী রেলস্টেশনের দিকে ডেকে নিয়ে তার অনিচ্ছা পূর্বক জোর করে অপহরণ করত: ঢাকায় নিয়ে যায়।

পরবর্তীতে বিষয়টি ভিকটিমের পরিবারে জানাজানি হলে ভিকটিমের পরিবার কৌশলে উক্ত আসামিকে ভিকটিম এর সাথে বিয়ে দেওয়ার কথা বলে মোবাইলে উক্ত আসামিকে বাড়িতে আসতে বলে। অতঃপর গত ০১-০৯-২০২৫ তারিখ সন্ধ্যা-০৭ টার সময় উক্ত আসামি ভিকটিমকে সাথে নিয়ে ভিকটিমের বাড়ীতে উপস্থিত হয়। পরবর্তীতে ভিকটিম এর পরিবারের লোকজন টহল ডিউটিরত র‍্যাবের নিকট উক্ত ঘটনার বিষয়ে জানালে ঘটনার সত্যতা যাচাইয়ের লক্ষ্যে উক্ত ঘটনাস্থলে যায়। আসামিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সে ভুয়া সেনাবাহিনীর সদস্য। তার মোবাইলে সেনাবাহিনীর পরিচয় দিয়ে একাধিক ব্যক্তি ও নারীকে বিভিন্ন ভাবে প্রতারণা করার নমুনা পাওয়া যায়।

ধৃত আসামি বিবাহিত ও সন্তান থাকা সত্ত্বেও মিথ্যা সেনা সদস্য পরিচয় দিয়ে ভিকটিমকে মিথ্যা প্রেম নিবেদন করে। পরবর্তীতে ভিকটিমকে কৌশলে অপহরণ করে অজানা স্থানে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।

উক্ত আসামির বিরুদ্ধে মাদক আইনে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত