১৩৮


নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকা থেকে যৌতুক মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সুমন আহমেদ (৪০) কে গ্রেফতার করেছে র্যাব-৫।
শুক্রবার (১৩ জুন) বিকেল ৩টা ৩০ মিনিটে রাজশাহী সদর কোম্পানির একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতার মোঃ সুমন আহমেদ (৪০) রাজশাহীর শাহ মখদুম থানাধীন ভুগরইল এলাকার শুকুর আহমেদ @ দুদু মিয়ার ছেলে।
পারিবারিক অধ্যাদেশ ১৯৮৫-এর ১৬৩(বি) ধারা অনুযায়ী দেওয়া সাজা থেকে বাঁচতে দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন দণ্ডের বিষয়টি স্বীকার করেন। পরে তাকে শাহ মখদুম থানায় হস্তান্তর করা হয়।