আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহীতে শিশুদের নিয়ে পরিবেশ রক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে শিশুদের নিয়ে পরিবেশ রক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

by Prokash Kal
১৯৯ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর গোদাগাড়ীতে ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্ক-এর উদ্যোগে “প্রকৃতির জন্য শিশুদের” প্রতিপাদ্যে প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ আগস্ট) গোদাগাড়ীর কাশিমপুর আবুল কাশেম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ে কর্মশালাটির আয়োজন করা হয়। এতে সহযোগিতা করেন মিশন গ্রীন বাংলাদেশ, ইয়ুথ ফর কেয়ার এবং দ্যা আর্থ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবির আখতার জাহান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো. দিদারুল ইসলাম, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষা এবং অমিত সরকার, নবায়নযোগ্য শক্তি ও পরিষ্কার বাতাস।

বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা, নবায়নযোগ্য শক্তির গুরুত্ব এবং পরিষ্কার বাতাসের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় শিশুদের জন্য প্রকৃতি বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের ফলজ ও বনজ গাছের চারা উপহার দেওয়া হয়।

আয়োজকরা জানান, শিশুদের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা ও পরিবেশ সচেতনতা গড়ে তোলাই এই কর্মশালার মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত