
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বহুল আলোচিত মিম হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। শনিবার (৫ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব।
র্যাব জানায়, শুক্রবার রাতে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার তালাইমারি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনড়শেখেরচক পাচানী মাঠ এলাকার মোবারকের দুই ছেলে শাকিল (২১) ও রবিন (২৭), এবং একই এলাকার বিহারীপাড়ার শুকুরের ছেলে শুভ (২৪)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ অক্টোবর সন্ধ্যায় রাজশাহী নগরীর টিকাপাড়া এলাকায় পূর্বপরিকল্পিতভাবে মিমের (২৩) ওপর নৃশংস হামলা চালানো হয়। সন্ত্রাসীরা বেসবলের ব্যাট, লোহার রড, জিআই পাইপ, হাতুড়ি, চাপাতি, রামদা ও চাকুসহ বিভিন্ন ধারালো অস্ত্র ব্যবহার করে তাকে গুরুতর জখম করে।
পরে মিমকে টেনে-হিঁচড়ে শেখেরচক ঈদগাহ সংলগ্ন নদীর ধারে নিয়ে গিয়ে হত্যার উদ্দেশ্যে আবারও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যু হয় তার।
ঘটনার পর নিহত মিমের মা বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে র্যাব ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় গত ২৭ মার্চ মামলার অন্যতম আসামি রুমনকে গ্রেপ্তার করে র্যাব। এরপর শুক্রবার রাত পৌনে ৮টার দিকে বাকি তিন আসামিকেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।