
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পুটিয়ায় ২৩৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ টুটুল (৩২) ও আব্দুর রহমান ওরফে তুষার আহমেদ (২৯) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (২৭ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৫।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল কর্তৃক বুধবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন রাজশাহী নাটোরগামী হাইওয়ে রোডের শিবপুরহাট কাঁচা বাজারস্থ পাঁকা রাস্তার উপর অপারেশন পরিচালনা করে ২৩৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জনকে আটক করা হয় । এসময় তাদের সাথে থাকা ১টি মোটরসাইকেল, ০২ টি মোবাইল, এবং ৩ টি সিম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা আব্দুল হামিদের ছেলে মো. টুটুল (৩২), আব্দুল মালেকের ছেলে মো. আব্দুর রহমান ওরফে তুষার আহমেদ (২৯), উভয় রাজশাহী জেলার বেলপুকুর থানার বাসিন্দা।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয়কে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল বলে মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীগনদের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা প্রকৃয়াধীন।
উল্লেখ্য, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।