
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরী’র বেলপুকুর থানা এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মোসা. নাদীরা বেগম (২৯) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বেলপুকুর থানা পুলিশ।
গ্রেপ্তার মোসা. নাদীরা বেগম রাজশাহী মহানগরীর বেলপুকুর ভড়ুয়াপাড়ার মৃত আলীমুদ্দিনের মেয়ে।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১৬ নভেম্বর) দুপুরে আরএমপি’র মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মমিনুল করিমের সার্বিক তত্ত্বাবধানে বেলপুকুর থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বেলপুকুর থানার ভড়ুয়াপাড়া এলাকায় এক নারী গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে বেলপুকুর থানার এসআই মো: জাহিদ হাসান ও তাঁর টিমটি গতকাল দুপুর আড়াইটায় বেলপুকুর থানার ভড়ুয়াপাড়া এলাকার অভিযান পরিচালনা করে আসামি নাদীরাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার হয়। আসামির বিরুদ্ধে বেলপুকুর থানায় একটি মাদকের মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।