
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলার বাঘা থানায় বসতবাড়ীতে চাষকৃত গাঁজার গাছ সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ২.৩০ মিনিটে রাজশাহী জেলার বাঘা থানাধীন হাবাসপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ গোলাপ মন্ডলের ছেলে মোঃ শফিকুল ইসলাম (৫০) কে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত ৩ টি গাঁজার গাছ, যাহার ওজন ১ কেজি ২৫০ গ্রাম উদ্ধার করা হয়।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন হাবাসপুর নামক এলাকায় মাদক ব্যবসায়ী নিজ বসতবাড়ীর আঙ্গিনায় টিন দিয়ে ঘিরে অবৈধ মাদকদ্রব্য গাঁজার গাছ রোপণ করে পরিচর্যা করতেছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল আসামীর গতিবিধি পর্যবেক্ষন করে এবং অদ্য তারিখে একটি চৌকস আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীর বাড়ীতে অভিযান পরিচালনা করে ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং বসতবাড়ীর পূর্ব-উত্তর কোণে টিন দিয়ে ঘেরা অবস্থায় ৩ টি গাঁজার গাছ উদ্ধার করে।
র্যাব আরো জানায়, ধৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত লোকচক্ষুর আড়ালে নিজ বসতবাড়ীতে গাঁজার গাছ চাষ করে আসছে এবং গাঁজার পাতা রোদে শুকিয়ে সে খুচরা এবং পাইকারি ভাবে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।
গ্রেফতার আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় একটি মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।