
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে বিভাগীয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সমাবেশে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০০ শিক্ষক অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, ২০১৩ সালে সারাদেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেওয়া হলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রায় ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের বাইরে রাখা হয়। এ কারণে এসব বিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে মানবেতর জীবন যাপন করছেন।
বক্তারা অভিযোগ করে বলেন, গত ০৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হলেও এবং ২৮ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির সুপারিশ সত্ত্বেও এখনো জাতীয়করণের কোনো অগ্রগতি নেই।
সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের বিভাগীয় নেতারা বলেন, আমরা অন্যের সন্তানকে শিক্ষা দিচ্ছি, অথচ নিজেদের জীবনে কোনো উন্নতি নেই। শিক্ষা-বান্ধব সরকার অনধিক ৫ হাজার বিদ্যালয় দ্রুত জাতীয়করণের ব্যবস্থা নেবে বলে আমাদের বিশ্বাস।
সমাবেশে আরও বক্তব্য রাখেন মুসলিম জাহান, ওহিদুজ্জামান মিলন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আব্দুল মালেক, মোঃ ইফাদ উদ্দিন, মোঃ আজমুল হোসেন হারুনী (বুলবুল), মোঃ ইসমাইল হোসেনসহ বিভিন্ন জেলার শিক্ষকরা।
বক্তারা মাননীয় প্রধান উপদেষ্টার একান্ত হস্তক্ষেপে দ্রুত অনধিক ৫ হাজার বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি জানান।