আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ৩৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ৩৪

by Prokash Kal
১৭৩ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৭ জনসহ অন্যান্য অভিযোগে মোট ৩৪ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে অবৈধ প্রভাব বিস্তার, সন্ত্রাসী তৎপরতা, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন এবং চাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২৭ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১২ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ১৪ জন রয়েছেন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত মো: খোরশেদ আলী (৩৩) রাজশাহী জেলার দূর্গাপুর থানার কয়ামা জামপুর এলাকার মো: মুনসুর রহমানের ছেলে। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ কর্মী। ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে মো: রায়হান শেখ রিহান (২২), মো: মেহেদী হাসান মানিক (১৯), মো: জাহাঙ্গীর আলম সজিব (২০), মো: পাঞ্জা (৩৫), মো: রুবেল (২৮) ও কবির হোসেন খিচ্চু (৩৪)।

রায়হান রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শালবাগান পাওয়ার হাউজ মোড় এলাকার মো: মিলন শেখের ছেলে, মেহেদী একই এলাকার মৃত মোকছেদুলের ছেলে, জাহাঙ্গীর মো: ওহিদের ছেলে, পাঞ্জা রাজপাড়া থানার সিপাই পাড়ার মো: বুলবুলের ছেলে, রুবেল বোয়ালিয়া মডেল থানার সিপাইপাড়ার আ: করিম ওরফে মুনসুর রহমানের ছেলে এবং কবির রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা এলাকার মৃত আতাহার আলীর ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত