আজ- শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহী মডেল প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি ইমদাদুল, সম্পাদক হিরো 

রাজশাহী মডেল প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি ইমদাদুল, সম্পাদক হিরো 

by Prokash Kal
৪৯ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে চ্যানেল এস-এর রাজশাহী প্রতিনিধি ইমদাদুল হক এবং সাধারণ সম্পাদক পদে আনন্দ টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি মোমিন ওয়াহিদ হিরো নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহী মডেল প্রেসক্লাব প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাংবাদিকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

নির্বাচনে সভাপতি পদে ইমদাদুল হক ৫১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রভাষক খোরশেদ আলম পান মাত্র ২ ভোট। সাধারণ সম্পাদক পদে মোমিন ওয়াহিদ হিরো ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক উপাচারের বার্তা সম্পাদক সুরুজ আলী ভোটের শুরুতেই হিরোকে সমর্থন দিয়ে অন্যান্য ভোটারদেরও তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন,

সহ-সভাপতি: বাবর মোল্লা (দৈনিক বারবেলা) ও প্রভাষক শরিফুল আলম

যুগ্ম সাধারণ সম্পাদক: আরিফুল হক রনি (আরটিভি)

সাংগঠনিক সম্পাদক: বারিউল আলম শান্ত (এশিয়ান টেলিভিশন)

দপ্তর সম্পাদক: ফয়সাল আহমেদ রাতুল (দৈনিক সানশাইন)

প্রচার সম্পাদক: মতিউর রহমান মতি (দৈনিক সংবাদ চলমান)

কোষাধ্যক্ষ: সোহাগ আলী (এশিয়ান টেলিভিশন)

নির্বাহী সদস্য: এনসার খান রাজ্জাক (দৈনিক দিনরাত্রি), মোছা. ফাতেমা (একুশের কণ্ঠ) ও ইসমাইল হক নবী ( দৈনিক আমার সংবাদ )

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর মোজাফফর হোসেন। সদস্য সচিব ছিলেন দৈনিক সবুজ নগরের সম্পাদক রোকনুজ্জামান, এবং কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আরটিভির রাজশাহী প্রতিনিধি মুস্তাফিজ রকি।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত