
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর তালিকাভূক্ত ছিনতাইকারী দলের নেতা বাধনকে গ্রেফতার করেছে র্যাব-৫।
শনিবার (৮ মার্চ) বিকাল ৪.৩০ মিনিটে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন জিয়াপার্কের সামনে অভিযান পরিচালনা করে ছিনতাইকারী দলের নেতা মোঃ গোলাম মোস্তফার ছেলে মোঃ বাধন মিয়াকে (২৮) গ্রেফতার করে র্যাব।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ জানায়, র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন অপরাধের পাশাপাশি ছিনতাই ও চাঁদাবাজি করে আসছে। পরবর্তীতে র্যাব-৫ এর গোয়েন্দা দল উক্ত স্থান সমুহে গোয়েন্দা নজদারি বৃদ্ধি করে এবং আসামীর গতিবিধি পর্যবেক্ষন শুরু করে। পরবর্তীতে আজ বিকালে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীর তালিকাভূক্ত ছিনতাইকারী দলের অন্যতম নেতা মোঃ বাধন মিয়া‘কে গ্রেফতার করে।
র্যাব আরও জানায়, সে রাজশাহী মহানগরীর নামধারী ছিনতাইকারী এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার করতে র্যাব-৫ এর কার্যক্রম চলমান থাকবে।
গ্রেফতার আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।