
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগ আয়োজিত তিন দিনব্যাপী “চতুর্থ শিল্প বিপ্লবে পরিসংখ্যান ও তথ্য বিজ্ঞানের ভূমিকা” নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনটি শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ডঃ মোঃ সাইদুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপউপাচার্য প্রফেসর ডঃ মোহাম্মদ মঈন উদ্দীন, উপউপাচার্য প্রফেসর ডঃ মোঃ ফরিদ উদ্দীন খান, উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের আহ্বায়ক প্রফেসর ড. মো. আসাদুজ্জামান শাহ্।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, চতুর্থ শিল্প বিপ্লব হলো ডিজিটাল বিপ্লব। এটি মুলত স্মার্ট প্রযুক্তি যেমন রোবোটিকস, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, থ্রি ডি প্রভৃতি প্রয়োগের মাধ্যমে সমাজ তথা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার একটি চলমান পদ্ধতি।
তিন দিনব্যাপী এ সম্মেলনে দেশ-বিদেশ থেকে পাঁচ শতাধিক শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষকরা উপস্থিত হয়েছেন।