আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাবি রিপোর্টার্স ইউনিটির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাবি রিপোর্টার্স ইউনিটির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

by Prokash Kal
২৪০ views

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রিপোর্টার্স ইউনিটি (রুরু) ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভবনে সংগঠনটির কার্যালয়ে কেক কেটে এক আনন্দঘন পরিবেশে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। একইদিনে সাংবাদিকতায় আগ্রহী নবীন শিক্ষার্থীদের বরন করে নেয় সংগঠনটি।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মশিহুর রহমান, ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম ও জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন সংগঠনটি এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় রাবি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মারুফ হাসানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহ-সভাপতি ফাহিম আহমেদ।

ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম বলেন, আমি সাংবাদিকতাকে আর্ট অব কমিউনিকেশন হিসেবে দেখি। যেকোনো ঘটনার ব্যাখ্যা-বিশ্লেষণের ক্ষেত্রে একজন সাংবাদিক বিশেষ ভূমিকা রাখে। সাংবাদিকদের মধ্যে ভালো লেখক হওয়ার একটা সম্ভাবনা থাকে। সাংবাদিকতার ট্রেনিং হাউজ হিসেবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে রিপোর্টার্স ইউনিটি। তাদের এবং নবীন শিক্ষার্থীদের জন্য শুভকামনা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাবি রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য, শিক্ষানবীশ ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত