আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home জাতীয় রেলওয়ে পুলিশের সহায়তায় বিমানবন্দর রেলস্টেশনে শিশুর জন্ম

রেলওয়ে পুলিশের সহায়তায় বিমানবন্দর রেলস্টেশনে শিশুর জন্ম

by Prokash Kal
৯০ views

প্রকাশকাল ডেস্ক:
ট্রেনে করে কুমিল্লা থেকে ঢাকার তেজগাঁওয়ে বাবার বাসায় আসছিলেন সন্তানসম্ভাবা রুমা আক্তার। বিমান বন্দর রেল স্টেশন এলাকায় ট্রেন থেকে নামেন তিনি। আর এই সময়েই উঠে প্রসব বেদনা। এগিয়ে আসে রেলওয়ে পুলিশ। তাদের সার্বিক সহায়তায় প্ল্যাটফর্মেই সন্তান প্রসবের ব্যবস্থা করা হয়। সেখানেই জন্ম দেন ফুটফুটে এক কন্যা শিশুর।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

নবজাতকের মা রুমা আক্তার জানান, তার স্বামীর বাড়ি কুমিল্লায়। সন্তানসম্ভাবা হওয়ায় তেজগাঁওয়ে তার বাবার বাড়ি আসছিলেন তিনি। ইতোমধ্যে তার বাবা এসে স্টেশন থেকে এসে তাকে নিতে আসার জন্য রওনা দিয়েছিলেন বলেও জানান তিনি।

মা ও নবজাতক কন্য দুজনই সুস্থ আছেন। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে তাদেরকে ভর্তির ব্যবস্থা করা হয়েছে বলেও রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত