
হিনা মেহেক:
চায়ের দোকান খোলা থাকে অনেক রাত পর্যন্ত। সেই দোকান ঘিরে চলে আড্ডা। বলছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আম চত্ত্বরে অবস্থিত লিটনের চায়ের দোকানের কথা। সকাল ৮টা থেকে শুরু হয় তার দোকান খোলার আয়োজন। রাত ১০ পর্যন্ত এভাবে আনাগোনা থাকে তার চায়ের টং এ।
শুরুটা হয় ২৩ বছর আগে। লিটন একটা দরিদ্র পরিবারের ছেলে হওয়ায় ছোট বেলা থেকেই উপার্জনের তাগিদ ছিলো। হুট করেই তার মনে হলো একদিন যে নিজে কিছু একটা করতে চায়।খুবি স্বল্প কিছু টাকা আর তার মায়ের একটা পুরাতন হাড়ি নিয়ে চায়ের দোকান দিবে বলে সিদ্ধান্ত নেয়। এবং সে তার কল্পনা যে বাস্তবে পরিণত করেন।
কয়েক বছর যেতে না যেতে লিটনের দোকান খুবি পরিচিতি এবং জনপ্রিয়তা লাভ করে। প্রতি বছরই নতুন নতুন কিছু মুখ লিটনের অতিথি হয় একই সাথে অনেক কাছের মানুষ গুলো লিটনকে বিদায় জানিয়ে নিজের জীবনের তাগিদে ছুটে যায়।
গরম বা শীত দুটো সময়ে খুব চা বিক্রি হয়। তবে শীতে তুলনা মূলক একটু বেশী বিক্রি হয়। প্রতিদিন অন্তত হাজার খানেক কাপ চা বিক্রি করেন লিটন। এতে লিটনের সংসার খুব ভালো ভাবে দিন পার করছে। শুধু তাই না, ৩ জন কর্মচারী ও আছে লিটনের। লিটন এখন একজন সফল ব্যবসায়ী ও বটে।
যেহেতু লিটন ছোট বেলা থেকেই সংসারের হাল ধরেছেন অনেক কষ্টের মধ্যে দিন পার করেছেন, তাই তিনি সব সময় বলেন ঠিক মতো পড়াশোনা করে জীবন কে সুন্দর মতো পরিচালনা করতে। তিনি চান না যে সমাজে আরো কিছু লিটনের জন্ম হোক।