
শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় শাহজাদপুর হাইস্কুল মাঠ থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে উপজেলা তরুণ দল। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও আনন্দ র্যালি। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তরুণ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্য যোগ করে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা তরুণ দলের আহ্বায়ক সাকলিন হাসান শিশির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক এবং সদস্য সচিব রাব্বি। এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ।
এসময় আরও উপস্থিত ছিলেন আরাফাত ইসলাম রবিউল, জাহিদুল ইসলাম, বাবুলাল, নয়ন শেখসহ তরুণ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।