আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home সারাদেশ শাহজাদপুরে দুই শিশুকে পাচারের অভিযোগে যুবক আটক

শাহজাদপুরে দুই শিশুকে পাচারের অভিযোগে যুবক আটক

by Prokash Kal
১২৭ views

শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে রিফাত (১০) ও হাবিবুল (১১) নামে দুই শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় পাচারের অভিযোগে আপন রানা (২৮) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

শনিবার (২৩ আগস্ট) উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ রিফাত ওই গ্রামের অটোচালক হেলালের ছেলে এবং হাবিবুল একই গ্রামের লতিফের ছেলে। এদের মধ্যে রিফাত বাকপ্রতিবন্ধী বলে জানা গেছে।

অভিযুক্ত যুবক আপন রানা স্থানীয় রমজানের পুত্র। তারা পূর্বে পার্শ্ববর্তী হরিনাথপুর গ্রামের বাসিন্দা ছিলেন। শিশুদের নিখোঁজ হওয়ার ঘটনায় স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিখোঁজ হাবিবুলের পিতা লতিফ বলেন, “আমার ছেলে ও রিফাতকে গতকাল থেকে পাওয়া যাচ্ছে না। আপন তাদের প্রলুব্ধ করে কোথাও নিয়ে গেছে। তাদের যেন অক্ষত অবস্থায় দ্রুত উদ্ধার করা হয়।”

অন্যদিকে আটককৃত আপন দাবি করেন, “কয়েকদিন ধরে রিফাত ও হাবিবুল আমাকে বলছিল তারা বাড়িতে মারধরের শিকার হয়, তাই তাদের ঢাকায় নিয়ে যেতে। গতকাল বিকালে তারা কাপড়-চোপড় নিয়ে আমার বাড়িতে আসে। আমি যেতে রাজি হইনি। পরে তারা হয়তো নিজেরাই ঢাকায় চলে গেছে। এ বিষয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই।”

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম আলী বলেন, “শিশু নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রাথমিক তদন্তে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং নিখোঁজ দুই শিশুকে উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে।”

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত