
শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে শিক্ষা উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত হলো Performance Based Grants for Secondary Institutions (PBGSI) স্কিমের আওতাধীন পুরস্কার বিতরণী অনুষ্ঠান।শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন এবং Secondary Education Development Program (SEDP)–এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে ব্যাংকের মাধ্যমে আর্থিক অনুদান, সম্মানসূচক ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ কামরুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম.শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন একাডেমিক সুপারভাইজার মোঃ মিলন হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন,
> “শিক্ষার মানোন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সরকার শিক্ষার্থীদের মেধার মূল্যায়নে প্রণোদনা প্রদান করছে, যাতে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। আজকের মেধাবীরাই আগামী দিনের উন্নত বাংলাদেশের নির্মাতা।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম.শাহাদাত হোসেন বলেন,
> “এই শিক্ষার্থীরাই একদিন উচ্চশিক্ষা অর্জন করে জাতির ভবিষ্যৎ হিসেবে ডাক্তার, প্রকৌশলী, ব্যারিস্টার হবে। জাতিকে এগিয়ে নিতে হলে তাদের সঠিক দিকনির্দেশনা ও মূল্যায়ন জরুরি।”
অনুদান বিবরণী:
এসএসসি স্তরের ২২ জন শিক্ষার্থী প্রত্যেকে পেয়েছেন ১০,০০০ টাকা।
এইচএসসি স্তরের ১৮ জন শিক্ষার্থী পেয়েছেন ২৫,০০০ টাকা করে।
মোট ৪০ জন শিক্ষার্থীকে আর্থিক অনুদানের পাশাপাশি ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুরাদ হোসেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, শাহজাদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, Performance Based Grants for Secondary Institutions (PBGSI) স্কিমটি দেশের বিভিন্ন উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাগত প্রতিষ্ঠানে পারফরমেন্সের ভিত্তিতে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এটি শিক্ষা মন্ত্রণালয়ের SEDP-এর অধীনে পরিচালিত একটি উদ্ভাবনী ও যুগান্তকারী উদ্যোগ, যা দেশের শিক্ষার মানোন্নয়ন ও ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।