
শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি;
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আব্দুল বারী নামের এক প্রবাসীর বিরুদ্ধে ৬ বছর বয়সী এক শিশুকে বিকৃত যৌন লালসার শিকার করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আব্দুল বারী উপজেলার পোরজনা ইউনিয়নের চর কাদই গ্রামের মো. মান্নান আকন্দের ছেলে। তিনি মালয়েশিয়া থেকে দীর্ঘ প্রবাস জীবন শেষে সম্প্রতি দেশে ফেরেন।
ভুক্তভোগী শিশু সোলায়মান ফকির (৬) চর কাদই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং মালয়েশিয়া প্রবাসী শামছুল ফকিরের ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, ১৬ জুলাই (বুধবার) দুপুরে স্কুল শেষে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফেরার পথে সোলায়মান প্রতিবেশী আব্দুল বারীর বাড়ির সামনে পৌঁছালে সে শিশুটিকে জাপটে ধরে। অন্যান্য সহপাঠীরা দৌড়ে পালিয়ে যায়। এরপর অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে গোপনাঙ্গে স্পর্শ করে ও বিকৃত আচরণ করে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর শিশুটিকে ভয় দেখিয়ে বলা হয়, বিষয়টি কাউকে জানালে প্রাণে হত্যা করা হবে। এরপর বাড়ি ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে শাহজাদপুর পৌর শহরের করতোয়া হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসা দেয়।
শিশু সোলায়মান জানায়, এর আগেও আব্দুল বারী তাকে একাধিকবার এ ধরনের নির্যাতনের শিকার করেছে। ঘটনার দিন সে পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়।
শিশুটির মা বলেন, “আমার ছেলে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। জিজ্ঞাসা করলে জানায়, প্রতিবেশী আব্দুল বারী তার সঙ্গে এমন ঘৃণ্য কাজ করেছে। সমাজে এ ধরনের মানুষ মুক্তভাবে ঘুরে বেড়ালে কোনো শিশু-নারীই নিরাপদ নয়।”
অভিযুক্ত আব্দুল বারী অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. আসলাম আলী বলেন, “এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভুক্তভোগী শিশুর পরিবার দ্রুত আইনি ব্যবস্থা ও ন্যায়বিচার পাওয়ার দাবি জানিয়েছে।