
শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা ডিগ্রি কলেজ মাঠে রবিবার বিকেলে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ও আশপাশের গ্রাম থেকে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে যোগ দিয়ে অনুষ্ঠানস্থল মুখরিত করে তোলেন।
আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী, সাবেক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদক, শাহজাদপুর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং সাবেক ঢাকসু ছাত্রনেতা গোলাম সরোয়ার।
বক্তব্যে তিনি বলেন, “বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জন্ম নিয়েছিল। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি দেশের মানুষের আস্থা অর্জন করেছে। বর্তমান সরকারের দমন-পীড়ন ও স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।” তিনি শাহজাদপুরে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা আমির হোসেন এবং সঞ্চালনা করেন গগন চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য প্রফেসর আবু শামীম, বিএনপি নেতা এম. এ. কুদ্দুস, হাজী হাবিবুর রহমান ফারুক, আব্দুল হালিম খান, মোতালেব হোসেন ও সায়েম আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে গণতন্ত্র রক্ষায় দলের অবদান তুলে ধরে বলেন, জনগণের অধিকার রক্ষার লড়াইয়ে বিএনপি বারবার নির্যাতিত হয়েছে, তবুও পিছপা হয়নি। তারা আগামী দিনে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় শৃঙ্খলা মেনে মাঠে থেকে কাজ করার আহ্বান জানান। জনসভাকে কেন্দ্র করে জামিরতা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং বিপুল জনসমাগম বিএনপির শক্তির পরিচয় তুলে ধরে।