
শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিনের শুরুতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের হাজারো কর্মী-সমর্থক শাহজাদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে সমবেত হন। পরে সেখান থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে পরিবেশ মুখরিত করে তোলেন।
শোভাযাত্রা শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হাসান হিরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও জনমানুষের নেতা ড. এম. এ. মুহিত।
সভায় আরও বক্তব্য দেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আরিফুজ্জামান আরিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, সাবেক সহ-সভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম রাজা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, প্রচার সম্পাদক মো. আল-আমিন হোসেন, যুবদলের সিনিয়র আহ্বায়ক জাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুদ, যুবদল নেতা বখতিয়ার ভূঁইয়া, মাসুম রানা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের নাদিম ইসলাম, আরাফাত ইসলাম ও রবিউল, কৃষক দলের সভাপতি আবু বকর রঞ্জু ও যুগ্ম সাধারণ সম্পাদক বাঘা, শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদলের নেতা আরাফাত ইসলাম আদিব, সাব্বির জেনারেল, কামালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত বিএনপি জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তারা বর্তমান সরকারকে স্বৈরাচারী আখ্যা দিয়ে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বৈরশাসনের অবসান ঘটাবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ আবারও গণতন্ত্রের পথে এগিয়ে যাবে।
বক্তারা আরও আহ্বান জানান, দলের প্রতিটি কর্মীকে সংগঠিত হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র ও ভোটাধিকারের অধিকার ফিরিয়ে আনতে হবে।