আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home সারাদেশ শাহজাদপুরে ব্যবসায়ীদের সাথে প্রফেসর ড. এম. এ. মুহিতের মতবিনিময়

শাহজাদপুরে ব্যবসায়ীদের সাথে প্রফেসর ড. এম. এ. মুহিতের মতবিনিময়

by Prokash Kal
৭৯ views

শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলোর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা, শাহজাদপুর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী বিশিষ্ট শিক্ষাবিদ ও চিকিৎসক প্রফেসর ড. এম. এ. মুহিত।

বুধবার রাতে পৌর শহরের বাটার মোড়ে উপজেলা বণিক সমিতির উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. রফিক।

সভায় প্রধান অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হাসান হিরু, সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, সহ-সাংগঠনিক সম্পাদক রওশন আলী রোশনাই আল মামুন, জাহিদুল,বখতিয়ার, মাসুম,জাহাঙ্গীর, সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের শুরুতে প্রায় ২০টি ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে প্রফেসর ড. এম. এ. মুহিতসহ উপস্থিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের বক্তব্যে দৈনন্দিন সমস্যার পাশাপাশি শাহজাদপুরের সার্বিক উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন দিক তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, প্রফেসর ড. এম. এ. মুহিত ধানের শীষ প্রতীকে এমপি নির্বাচিত হলে স্থানীয় সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম. এ. মুহিত বলেন, “আমি দীর্ঘদিন ধরে ব্যক্তিগত তহবিল থেকে নেতাকর্মী ও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমার প্রতিষ্ঠিত প্রতিটি প্রতিষ্ঠান জনগণের চিকিৎসা সেবায় নিয়োজিত। উন্নত বিশ্বের অগ্রগতির চিত্র দেখে আমি সবসময় শাহজাদপুরকে নিয়ে স্বপ্ন দেখি। আপনাদের সহযোগিতা পেলে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হওয়ার পর সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো।”

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত