আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home সারাদেশ শাহজাদপুরে ব্যাংকের ভেতরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

শাহজাদপুরে ব্যাংকের ভেতরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

by Prokash Kal
২৩১ views

 

শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি জনতা ব্যাংক শাখায় চেক ডিজঅনারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২০ জুলাই) বিকাল ৪টার দিকে ব্যাংকের ভেতরে এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হন।

ঘটনার পরপরই বাঘাবাড়ি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শাহজাদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করে।

জানা যায়, আমির হামজা নামে এক ব্যক্তি জনতা ব্যাংকের বাঘাবাড়ি শাখায় তার প্রতিবেশী ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শুকুর আলীর ব্যাংক হিসাব থেকে ৯৬ লাখ টাকা উত্তোলনের জন্য একটি চেক জমা দেন। একই সময়ে শুকুর আলীর ভাই মফিজ উদ্দিন ব্যাংকে উপস্থিত হয়ে ব্যাংক ম্যানেজারের কাছ থেকে ওই চেকটি নিয়ে ছিঁড়ে ফেলেন। এ ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

আহতদের মধ্যে রয়েছেন, আলোকদিয়া গ্রামের মফিজ উদ্দিন ও তার দুই ছেলে সেলিম রেজা এবং শিহাব উদ্দিন। অপরপক্ষে আহত হয়েছেন আমির হামজা ও তার ছেলে মাহমুদুল হাসান।

আহতদের প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় মফিজ উদ্দিন ও তার দুই ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাসুদ জানান, “হাসপাতালে আনা তিনজনের মধ্যে মফিজ উদ্দিনের মাথা থেকে রক্ত ঝরছিল। আমরা তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করি। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তারা ঢাকা চলে যান।”

আহত মফিজ উদ্দিন বলেন, “আমার ভাইয়ের হারিয়ে যাওয়া একটি চেক জাল স্বাক্ষর করে আমির হামজা ৯৬ লাখ টাকা উত্তোলনের চেষ্টা করেন। ব্যাংক ম্যানেজার সন্দেহ হলে টাকা প্রদান না করে আমাদের বিষয়টি জানায়। পরে আমরা ব্যাংকে গেলে তারা ৮–১০ জন মিলে আমাদের উপর হামলা চালায়।”

অন্যদিকে প্রতিপক্ষ আমির হামজা বলেন, “ব্যবসায়িক কারণে শুকুর আলীর কাছে আমার ৯৬ লাখ টাকা পাওনা রয়েছে। সে আমাকে ওই টাকার চেক দেন। ১০ জুলাই আমি তা ব্যাংকে জমা দিই। রবিবার ডিজঅনার করার কথা জানানো হলে আমি এবং আমার ছেলে ব্যাংকে যাই। তখন মফিজ উদ্দিন ও তার লোকজন আমাদের উপর হামলা চালায় এবং চেকটি ছিনিয়ে নিয়ে ছিড়ে ফেলে

এ ঘটনার পর ব্যাংকের মতো স্পর্শকাতর ও নিরাপদ স্থানে সংঘর্ষের ঘটনায় উপজেলার সর্বত্র ব্যাপক আলোড়ন ও সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে জনতা ব্যাংকের বাঘাবাড়ি শাখায় গিয়ে দেখা যায়, ব্যাংকটি ভেতর থেকে তালাবদ্ধ। পরে দারোয়ানের মাধ্যমে ব্যাংক ম্যানেজার মোঃ আলমগীর হোসেনের সঙ্গে দেখা করতে চাইলে তিনি সাক্ষাৎ করতে অপারগতা প্রকাশ করেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত