
শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মশিপুরে বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মশিপুর উত্তরপাড়া মিতালী সংঘের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মশিপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তি আলহাজ্ব আব্দুল কুদ্দুস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এম এ মুহিতের ঘনিষ্ঠ সহযোগী আলহাজ্ব আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হাসান হিরু, সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও গাঁড়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল জব্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমিন হোসেন, গাঁড়াদহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার আলী, মিতালী সংঘ ক্লাবের সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, ক্রীড়া তরুণ প্রজন্মকে মাদক ও কুসংস্কার থেকে দূরে রাখে এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।