আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home সারাদেশ শাহজাদপুরে মাদক ও বিভিন্ন মামলায় গ্রেফতার ১২

শাহজাদপুরে মাদক ও বিভিন্ন মামলায় গ্রেফতার ১২

by Prokash Kal
১৭৬ views

শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে বিশেষ অভিযান চালিয়ে মোট ১২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ জুন) রাতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একাধিক স্থানে একযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক মামলার আসামি ছাড়াও বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের আটক করা হয়।

গ্রেফতারকৃতদের রবিবার (২২ জুন) দুপুরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ওসি আছলাম আলী জানান, “অপরাধ দমনে শাহজাদপুর থানা পুলিশের এই ধরনের অভিযান চলমান থাকবে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

স্থানীয়দের মতে, পুলিশের এই ধরনের তৎপরতা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং অপরাধীরা ভয় পাবে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত