আজ- শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
Home সারাদেশ শাহজাদপুরে মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১

শাহজাদপুরে মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১

by Prokash Kal
৪৮ views

শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার টেটিয়ার কান্দা এলাকায় দুই মোটরসাইকেলের একে অপরের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে এবং গুরুতর আহত হয়েছে আরও একজন।

রবিবার (২ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী এলাকা থেকে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন বন্ধু টিকটক ভিডিও ধারণের উদ্দেশ্যে শাহজাদপুরে যাচ্ছিল। পথিমধ্যে টেটিয়ার কান্দা এলাকায় তাদের একটি মোটরসাইকেল অপর আরেকটি মোটরসাইকেলের সঙ্গে একে অপরের সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ছিটকে পড়ে।

এ ঘটনায় উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী গ্রামের লিটন মাহমুদের ছেলে রোহান (১৭) ঘটনাস্থলেই মারা যান। আহত আরেকজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জে পাঠানো হয়।

দুর্ঘটনার খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই আরব আলী) জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া ও সিরাজগঞ্জে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহতের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। পুলিশের প্রাথমিক তদন্ত শেষে অভিযোগ না থাকলে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত