
শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা সমবায় অফিসের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। উপজেলা সমবায় অফিসার মোঃ রবিউল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হোসেন, বাঘাবাড়ী ট্রাক ট্যাংকলরী শ্রমিক সমবায় সমিতি লি. এর সভাপতি কে এম শামীম হোসেন এবং বাঘাবাড়ী বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নওশের আলী প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান বলেন, সমবায়ের মাধ্যমে আমরা একটি সুন্দর, উন্নত ও আত্মনির্ভরশীল দেশ গঠন করতে পারি। সমবায় আমাদের পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও পরিবারের বন্ধনে আবদ্ধ রাখে।
বিআরডিবি’র চেয়ারম্যান আব্দুল আল মাহমুদ তার বক্তব্যে বলেন, সমবায় কোনো প্রতিষ্ঠান নয়, এটি একটি সম্মিলিত প্রচেষ্টা। সমবায়ের মাধ্যমে শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। নারী শিক্ষা, শিশুস্বাস্থ্য ও বেকারত্ব নিরসনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আলোচনা শেষে অংশগ্রহণকারীরা সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
