আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home সারাদেশ শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস

শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস

by Prokash Kal
৪৪ views

শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষার কেন্দ্রবিন্দু শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষের নবীন শিক্ষার্থীদের প্রথম ক্লাস উদ্বোধনী অনুষ্ঠান সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ রুহুল আমিন। সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ছরোয়ারদী আজাদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক হাসান আলী, সহকারী অধ্যাপক মাহবুব হাসান,সহকারী অধ্যাপক শাহীদ সাখাওয়াত চৌধুরী এবং প্রভাষক আলমাছ আনসারী তাঁরা নবীন শিক্ষার্থীদের কলেজের নিয়ম-কানুন, পাঠদানের পরিবেশ, শিক্ষার প্রতি একাগ্রতা, সুশৃঙ্খল আচরণ এবং নৈতিকতার শিক্ষা সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।

গভর্নিং বডির সভাপতি আরিফুজ্জামান আরিফ তাঁর বক্তব্যে বলেন, নারী শিক্ষার বিকাশ ছাড়া জাতির অগ্রগতি সম্ভব নয়। শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজ এ অঞ্চলের মেয়েদের উচ্চশিক্ষার দ্বার উন্মোচন করেছে। তোমরা লেখাপড়ায় মনোযোগী হবে,শৃঙ্খলা মেনে চলবে এবং একজন আদর্শ নাগরিক হয়ে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে।

অধ্যক্ষ রুহুল আমিন নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, এ কলেজের সুনাম ধরে রাখতে প্রত্যেককে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা,পাঠ্যক্রমে মনোযোগী হওয়া এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা,ভদ্রতা ও নৈতিক গুণাবলি অর্জন করাই হবে তোমাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, নবীন শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। নবীনদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

শেষে কলেজের সাফল্য, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশের অগ্রগতির জন্য দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত