
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীর শিরোইলে মাদরাসাতুননূর আর-রহমানিয়ায় ২০২৫ সাল হতে একাডেমিক শিক্ষা কার্যক্রম চালু করণ উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গণে উক্ত সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
আ. আব্দুল মান্নান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এ.কে.এম. শামসুল আলম, প্রফেসর ও সাবেক চেয়ারম্যান, আরবী বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে গেছে। শিক্ষার্থীদের মেধার বিকাশ সঠিকভাবে হচ্ছে না । মাদ্রাসা শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা প্রদান করলে শিক্ষার্থীরা দেশ গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শায়েখ শায়েখ আব্দুল হাদির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েখ আব্দুস সামাদ সালাফী প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া, রাজশাহী, মোঃ রফিকুল ইসলাম, চেয়ারম্যান আমান গ্রুপ লিঃ ও ভারপ্রাপ্ত সভাপতি অত্র মাদরাসা ও মসজিদ, প্রফেসর ড. মোঃ মতিউর রহমান প্রফেসর আরবী বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়, মোঃ আব্দুর রাকিব সহকারী অধ্যাপক আরবী ও ইসলামিক স্টাডিজ বিভাগ রাজশাহী কলেজ ।
সুধী সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ড. ইফতেখারুল আলম মাসউদ প্রফেসর আরবী বিভাগ ও রেজিস্ট্রার রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন , শায়েখ মোঃ গোলাম কিবরিয়া নূরী বিশিষ্ট বাগ্নী ও সাবেক সভাপতি জমঈয়তে শুব্বানে আহলে হাদীস, বাংলাদেশ।