আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজনীতি সচিবালয়ে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ: ইসলামী ছাত্র আন্দোলনের নিন্দা

সচিবালয়ে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ: ইসলামী ছাত্র আন্দোলনের নিন্দা

by Prokash Kal
১২৬ views

প্রকাশকাল ডেস্ক:
সচিবালয়ে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ এর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

বুধবার (৮ জানুয়ারি) সকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সভাপতি ইউসুফ আহমাদ মানসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এক যৌথ বিবৃতিতে সচিবালয়ে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ এর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, ন্যায্য অধিকার চেয়ে আন্দোলন করলে বা সংশ্লিষ্ট দফতর ও দায়িত্বরতদের সাথে আলোচনা করতে চাইলে এর প্রতিক্রিয়ায় পুলিশি নির্যাতন স্পষ্টত ফ্যাসিবাদী আচরণ। এই আচরণ ছিলো বিগত স্বৈরাচারী খুনী প্রশাসনের। ২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে এই ফ্যাসিবাদী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিবৃতিতে আরও বলেন, শিক্ষার্থীরা যদি এখন নিজেদের মত প্রকাশের স্বাধীনতা না পায়। অধিকার আদায়ে নিজের দাবি পেশ করতে না পারে। তাহলে এতো রক্ত জীবন এর বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত করার প্রকৃত সুফল পাওয়া যাবে না। শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি সঠিক তদন্তের মাধ্যমে অনতিবিলম্বে মেনে নিতে হবে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারী) দুপুরে বোর্ড অব ট্রাস্টির (বিওটি) অপসারণ, স্থায়ী ক্যাম্পাসের নিশ্চয়তাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তাঁরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে আসলে পুলিশের লাঠিপেটায় ও টিয়ারশেলে আহত হয় অনেকে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত