আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী সড়কে শৃঙ্খলা ফেরাতে আরএমপি ট্রাফিক বিভাগের নিরলস প্রচেষ্টা

সড়কে শৃঙ্খলা ফেরাতে আরএমপি ট্রাফিক বিভাগের নিরলস প্রচেষ্টা

by Prokash Kal
১২০ views

নিজস্ব প্রতিবেদক

পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী গঠনে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের দিকনির্দেশনায় আরএমপির ট্রাফিক বিভাগ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে নিয়মিত দায়িত্ব পালন ছাড়াও সচেতনতা বৃদ্ধিতে নানা কার্যক্রম পরিচালনা করছে।

সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগ যেসব কার্যক্রম গ্রহণ করেছে তার মধ্যে রয়েছে, চালক ও যানবাহন মালিকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা, সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় স্থানীয় সিনিয়র সিটিজেন ফোরাম ও মার্কেট প্রতিনিধিদের সঙ্গে সভা, রোড ডিভাইডার স্থাপন, হকারদের জন্য নির্ধারিত স্থান নির্ধারণ, অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে রঙ কোডিং, চালকদের প্রশিক্ষণ এবং ট্রাফিক আইন বিষয়ে লিফলেট বিতরণ।

এছাড়া শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরিতে চালু হয়েছে স্কুল ভিজিটিং কর্মসূচি। হেলমেট না পরা চালকদের জন্য ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম চালু রয়েছে। বেপরোয়া বাইকার ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান এবং চেকপোস্টও পরিচালনা করা হচ্ছে। বিআরটিএর ম্যাজিস্ট্রেটদের সাথে যৌথ অভিযানও চলছে নিয়মিত।

২০২৫ সালের জুলাই মাসে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৮৭৩টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ২৬৩টি মোটরসাইকেল, ৪৯৭টি অটোরিকশা, ৭৪টি ট্রাক, ২৬টি প্রাইভেট কার, ১০টি পিকআপ/জীপ, ২টি সিএনজি এবং ১টি বাস রয়েছে।

ট্রাফিক বিভাগ শুধু আইন প্রয়োগেই থেমে নেই, সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার ও চিকিৎসাসেবা প্রদানে তারা নিয়মিত কাজ করছে। গত এক মাসে দুর্ঘটনায় আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে ট্রাফিক পুলিশ সদস্যরা ছিনতাইকারী ও চোর ধরাসহ অবৈধ মালামাল উদ্ধারেও সক্রিয় ভূমিকা পালন করছে।

নগরবাসীর সহযোগিতায়ই একটি শৃঙ্খল ও নিরাপদ নগর গড়ে উঠতে পারে। ট্রাফিক আইন মেনে চলা, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা এবং ট্রাফিক পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে আরএমপি।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত