আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home শিক্ষা ও সংস্কৃতি সন্ধ্যার পর ঢাবি এলাকায় মাইক ব্যবহার নিষিদ্ধ

সন্ধ্যার পর ঢাবি এলাকায় মাইক ব্যবহার নিষিদ্ধ

by Prokash Kal
১৭২ views

প্রকাশকাল ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় সন্ধ্যা ৬টার পর স্পিকার বা মাইক ব্যবহার করে যেকোনো অনুষ্ঠানের আয়োজন করা নিষিদ্ধ করা হয়েছে।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শনিবার রাত ১১টার দিকে প্রক্টর অফিস থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চস্বরে স্পিকার/মাইক/গাড়ির হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার/মাইক ব্যবহার করে কোন অনুষ্ঠান করা যাবে না।

উল্লেখ্য, শনিবার দিবাগত রাত ১০টার দিকে উপাচার্য বাসভবনের সামনে সাউন্ডবক্স এনে গান বাজিয়ে অভিনব প্রতিবাদ করেন দুই নারী হলের শিক্ষার্থীরা। এক পর্যায়ে তাদের সঙ্গে যোগ দেন অন্যান্য হলের শিক্ষার্থীরাও। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সন্ধ্যা ৬টার পর থেকে টিএসসি এলাকায় মাইক ব্যবহার নিষিদ্ধ করেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত