
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী গোদাগাড়ী উপজেলার ঝিকরাপাড়া বামনাইলে সরকারি রাস্তা দখল করে ঘড় নির্মাণের অভিযোগ উঠেছে। নির্মাণ কাজে বাধা দেওয়ায় এক বৃদ্ধা ও বৃদ্ধার নাতিকে মারধর করে আহত করা হয়েছে। পরে বৃদ্ধার ছেলে মোঃ ফিরোজ উদ্দিন বাদিহয়ে গোদাগাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, একই গ্রামের মৃত কাইয়ুম মুন্সির ছেলে মোঃ তরিকুল ইসলাম বিবাদী ফিরোজ উদ্দিনের ৫ ফিট প্রস্থ ও ৪০ ফিট দৈর্ঘ্য জায়গার উপরে তিন মাস পূর্বে দালান ঘরের ভিত্তি স্থাপন করে। এই বিষয়ে সহকারী ভূমি কমিশনার ও কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্র বরাবর অভিযোগ করলে কাজ বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে তরিকুল ইসলাম আবারো নির্মাণ কাজ শুরু করলে । ১৩ ই জুন আনুমানিক সকাল সাড়ে সাতটার সময় বিবাদীর মা মোছাঃফাতেমা বেগম বাধা দিলে ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে আব্দুলের হুকুমে ফিরোজ উদ্দিনের মা ফাতেমা বেগমকে তরিকুল, ইসলাম,স্মাইল, আব্দুল, ইশা ও মুসা সবাই মিলে এলপাথারি ভাবে কিল ঘুষি ইট পাটকেল ছুঁড়ে আঘাত করলে এক পর্যায়ে ফাতেমা গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে তাৎক্ষণিক গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।
এই বিষয়ে এলাকাবাসী জানান ইসমাইল একজন ভূমিহীন সে সরকারি খাস জমি দখল করে ঘর নির্মাণ করে বসবাস করছেন। তিনি এখন সরকারি রাস্তা দখল করে ঘড় নির্মাণ করছেন। এই বিষয়ে সহকারী কমিশনার ভূমি বরাবর আমরা একটি অভিযোগ করেছি। তাকে ঘর নির্মাণ করতে নিষেধ করা হয়েছে তারপরও তিনি নিজের গায়ের জোরে ঘর নির্মাণ করছেন এ বিষয়ে বৃদ্ধা মহিলা বাধা দিতে গেলে তাকে ইসমাইল ও তার লোকজন মিলে মারধর করে গুরুতর আহত করেন আমরা এর সুষ্ঠু বিচার চাই।
এই বিষয়ে অভিযুক্ত ইসমাইল বলেন, আমরা ভুমিহীন বাপ দাদারা প্রায় ৫০ বছর ধরেই এখানে বসবাস করেন বাড়ি সংস্কারের কাজ করছি এতে সমস্যা কি, সরকারি রাস্তা দখল করার বিষয়ে তিনি কোন উত্তর দিতে পারেননি।
এ বিষয়ে গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।