আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী সাংবাদিক রবিউল আনোয়ার টমির মৃত্যুবার্ষিকীতে পরিবারের দোয়াসহ নানা আয়োজন

সাংবাদিক রবিউল আনোয়ার টমির মৃত্যুবার্ষিকীতে পরিবারের দোয়াসহ নানা আয়োজন

by Prokash Kal
১৮১ views

আসমানি খাতুন আখিঁ:
বিপিজেএ রাজশাহী শাখার প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক রবিউল আনোয়ার টমির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে তাঁর পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সকালে কোরআনখতম, কবর জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি বহরমপুর জামিউল কোরআন হাফিজিয়া ফুরকানিয়া ও এতিমখানা মাদ্রাসায় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে রবিউল আনোয়ার টমি ছিলেন সত্যনিষ্ঠ, নির্ভীক ও আপসহীন কণ্ঠস্বর। সমাজের অসঙ্গতি, অন্যায়-অবিচার ও বঞ্চিত মানুষের অধিকারের প্রশ্নে তিনি সবসময় সোচ্চার ছিলেন। জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন দৈনিকে দায়িত্ব পালন করে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সামাজিক ন্যায়বিচারের দাবি তুলে ধরেছেন। তাঁর লেখনী শক্তি ছিল গণমানুষের কণ্ঠস্বর।

সহকর্মীদের মতে, তিনি ছিলেন সহজ-সরল, দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ একজন সংবাদকর্মী। তাঁর মতো সাংবাদিকের শূন্যতা আজও পূরণ হয়নি।

রাজশাহী সিটি কর্পোরেশনের জনসংযোগ শাখায় কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন টমি।

পরিবারের পক্ষ থেকে প্রয়াতের রূহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত