
শাহান আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক অটোরিকশা চালক। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ থেকে ১০ জন।
শনিবার (৯ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে পাবনা থেকে ছেড়ে আসা সরকার ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত অটোরিকশা ও আরও কয়েকটি যানবাহনের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই এক অটোরিকশা চালকের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
নিহত ব্যক্তির নাম বাহাদুর শেখ (৪০), তিনি শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মধ্যে পাড়া গ্রামের গনি শেখের ছেলে। স্থানীয়রা দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রউফ আলী বিকেল ৩টার দিকে জানান, “দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন অটোরিকশা চালক মারা গেছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া ও সিরাজগঞ্জে পাঠানো হয়েছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে চলা বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা যানবাহনগুলোকে ধাক্কা দেয়। এতে রাস্তায় আতঙ্ক সৃষ্টি হয় এবং যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহত চালকের পরিবারে চলছে মাতম। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে এবং চালককে আটক করার চেষ্টা চালাচ্ছে।