আজ- শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
Home আন্তর্জাতিক সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হলেন শেখ সালেহ

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হলেন শেখ সালেহ

by Prokash Kal
৩৮ views

আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে দায়িত্ব পেলেন প্রখ্যাত ইসলামিক স্কলার শেখ সালেহ বিন ফাওজান আল-ফাওজান। বুধবার, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সুপারিশে তাকে নিয়োগ দেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে তথ্যটি। প্রয়াত গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আল শেখের স্থলাভিষিক্ত হবেন তিনি। সৌদির ইসলামিক অঙ্গনের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ধরা হয়ে থাকে শেখ সালেহ বিন ফাওজানকে। ৯০ বছর বয়সী এই ব্যক্তি জনপ্রিয় রেডিও প্রোগ্রামের মধ্য দিয়ে সর্বপ্রথম আলোচনায় আসেন।

নিজের লেখা বেশ কয়েকটি বইও রয়েছে তার। শিয়া এবং হুতি বিরোধী মতবাদের কারণে ব্যাপক আলোচিত শেখ সালেহ বিন ফাওজান। বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় সুন্নি ব্যক্তিত্বের মধ্যে তিনি একজন। ১৯৩৫ সালে সৌদি আরবের আল-কাসিম প্রদেশে জন্ম প্রখ্যাত এই স্কলারের।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত