
শামীম হোসাইন, বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২২ জানুয়ারী) সন্ধা ৬ টায় হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুর রহমান মনির সঞ্চালনায় ও সভাপতি হুসাইন মোহাম্মদ মোবারকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারার কৃতিসন্তান, শিশু সার্জারী বিশেষজ্ঞ ও বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মোঃআলমগীর হোসেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রায় ২৬০০ লোকের চিকিৎসা সেবা বাগমারায় ফ্রী ক্যাম্পের মাধ্যমে দিয়েছি। ফ্রি স্বাস্থ্যসেবা কার্ড তৈরী করতে চায়।যাতে করে দরিদ্র ও অসহায় মানুষজন বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা গ্রহন করতে পারে।এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।সাংবাদিক ভাইয়েরা আমার পাশে থাকলে আমি কাজগুলো সঠিক ভাবে সম্পুর্ণ করতে পারবো।সকলে আমার জন্য দোয়া করবেন।
এসময় গোবিন্দপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বাবুল হোসাইন বলেন,আমার অনুরোধ হাটগাঙ্গোপাড়া প্রেসক্লাব যেন জালিমের ঢাল না হয়। সকল সাংবাদিকদের কাছে আমার অনুরোধ আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন এবং দেশ ও জাতীর কল্যাণে জন্য কাজ করুন।
এসময় আরও উপস্থিত ছিলেন,হাটগাঙ্গোপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা শাহীন আলম,বাবুল হুসাইন, সজীব হোসেন, রাকিব হোসেন, নাজমুল হোসেন, আ: জব্বার রানা। এছাড়াও হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।